News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৭, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৫, ১৮ জানুয়ারি ২০২০

মুশকিল মে টিম ইন্ডিয়া: ভারতীয় মিডিয়া

মুশকিল মে টিম ইন্ডিয়া: ভারতীয় মিডিয়া

ভারত স্পষ্টতই মুশকিল অর্থাৎ বিপদে আছে। ঠিক একথাটাই ফুটে উঠেছে দেশটির জনপ্রিয়তম হিন্দি দৈনিক জাগরনের অনলাইন সংস্করণের প্রধান সংবাদে। শিরোনামটি হচ্ছে ‘মুশকিল মে টিম ইন্ডিয়া: ধাবান আউর কোহলি কে বাদ রোহিত ভি আউট’। টাইমস অব ইন্ডিয়ার একটি শিরোনাম হচ্ছে ‘ইন্ডিয়া ইন ট্রাবল এগেইনস্ট অস্ট্রেলিয়া’। অর্থাৎ সেই একই কথা, অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপদে ভারত।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার চলমান দ্বিতীয় সেমিফাইনালে ভারত নিজেদের ইনিংসের ২৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে। সবশেষ ক্রিজে ভারতীয় কাপ্তান মহেন্দ্র সিং ধোনি চেষ্টা করছেন বিপদ সামাল দিতে। তিনি ২৭ তম ওভারে একবার জীবন পেয়েছেন অস্ট্রেলিয় ফিল্ডার তার ক্যাচ ড্রপ করায়।

এদিকে, খেলার এ পর্যায়ে মাঠে ভারতীয় ক্রিকেটারদের শরীরী ভাষায় একটা বিষয় বোঝা যাচ্ছে, মানসিকভাবে তারা নিষ্প্রভ হয়ে আসছে। দর্শকদের অনেকেই মনে করছেন কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সেই অনৈতিক আম্পায়ারিংয়ের কথা। যেখানে বিতর্কিত পাকিস্তানি আম্পায়ার আলিম দার ও ইংলিশ আম্পায়ার ইয়ান গৌল্ডের বাংলাদেশের বিরুদ্ধে দেওয়া বেশ কিছু অন্যায় সিদ্ধান্ত ভারতকে জিতিয়ে দেয়। অনেক দর্শক-বিশ্লেষকদের অনেকের মতে- সেদিন খেলাটা পক্ষপাতহীন হলে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়তো বাংলাদেশকেই দেখা যেতো সেমিফাইনাল খেলতে।

এ প্রসঙ্গে টিভিতে খেলা দেখতে থাকা এক দর্শকের মন্তব্যটি বেশ ইঙ্গিতবাহী। ভারতের বেহাল অবস্থা আর এ ধরনের বিপদে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অসাধারণ যোগ্যতা সম্পন্ন অধিনায়ক ধোনীর প্রাণপণ চেষ্টা দেখে তিনি বলেন, “ধোনীরা এখন মওকা খুঁজছে। কিন্তু দুনিয়ার একমাত্র ১৪ জন খেলোয়াড়ওয়ালা দলের ক্রিকেটারদের বাকি ৩ জনের পারফরমেন্স আজ যেন অনুপস্থিত। তাই মওকা মিলছে না!”

নিউজবাংলাদেশ.কম/একে
    

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়