News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৬, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

‘খালেদা পাকিস্তানি ক্যাম্পে ছিলেন, সুতরাং...’

‘খালেদা পাকিস্তানি ক্যাম্পে ছিলেন, সুতরাং...’

নারায়ণগঞ্জ: বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সময়ে খালেদা জিয়া  ৯ মাস পাকিস্তানি ক্যাম্পে ছিলেন। সুতরাং উনার চরিত্র কেমন হবে সেটা সকলে বুঝতেই পারেন।

রোববার বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন। আড়াইহাজার উপজেলা যুবলীগের উদ্যোগে সরকারি সফর আলী কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, “জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন আর সেই কারণেই তার স্ত্রী খালেদা জিয়া পেট্রল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এসব করে খালেদা কখনই ক্ষমতায় যেতে পারবে না।”

অরাজকতা রুখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে প্রতিহতের আহ্বান জানিয়ে মির্জা আজম বলেন, “শেখ হাসিনার সরকার সব সময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ২০২১ সালের মধ্যে এ দেশ ডিজিটাল বাংলাদেশ পরিণত হবে।”

উপজেলা যুবলীগের সভাপতি আহামেদুল কবির উজ্জলের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম কামাল, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়