ছাত্রসমাজের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা সোমবার
ঢাকা: জাতীয় ছাত্রসমাজের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সভায় সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি মো. ইফতেখার হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষেশ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখবেন পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
ছাত্রসমাজের সকল স্তরের নেতাকর্মীদের উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম








