News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৫, ১৭ জানুয়ারি ২০২০

ফের ৪৮ ঘণ্টা হরতাল, ঢাকা-চট্টগ্রাম বাদ

ফের ৪৮ ঘণ্টা হরতাল, ঢাকা-চট্টগ্রাম বাদ

ঢাকা: ফের সোমবার থেকে সারাদেশে অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে ২০ দল। তবে নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন হরতালের আওতামুক্ত থাকবে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলের পক্ষে বিএনপির আপদকালীন মুখপাত্র বরকতুল্লাহ বুলু এ কথা জানান।

তিনি বলেন, “বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুমকৃত অন্যান্য নেতা-কর্মীদের অবিলম্বে তাদের পরিবারের নিকট অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোটের উদ্যোগে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালিত হবে। তবে নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন হরতালের আওতামুক্ত থাকবে।”

বুলু বলেন, “চলমান অবরোধ এবং আগামীকাল থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদাত্ত আহবান জানানো হলো।

নিউজবাংলাদেশ/আরআর/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়