মেহেরপুরে আটক ৩০
মেহেরপুর: মেহেরপুরে হরতালে নাশকতার আশংকায় ২০ দলীয় জোটের ৩০ কর্মী-সমর্থককে আটক করেছে জেলা পুলিশ। শনিবার রাতভর অভিযান চালিয়ে সদর থানা পুলিশ ৮ জন, গাংনী থানা পুলিশ ১৬ জন এবং মুজিবনগর থানা পুলিশ ৬ জনকে আটক করেছে। বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, হরতালে নাশকতার আশংকায় পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ২০ দলীয় জোটের ৩০ কর্মী-সমর্থককে আটক করেছে। রোববার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।
নিউজবাংলাদেশ.কম/ওয়াইএম/এফই
নিউজবাংলাদেশ.কম








