News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫০, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৫, ১৭ জানুয়ারি ২০২০

বিএনপির আন্দোলন উন্নয়ন ব্যাহত করার চেষ্টামাত্র

বিএনপির আন্দোলন উন্নয়ন ব্যাহত করার চেষ্টামাত্র

ঢাকা: ‘বিএনপির আন্দোলন উন্নয়ন ব্যাহত করার চেষ্টামাত্র’ এমন মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন বিশ্বের বুকে দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে, ঠিক তখন দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য হরতাল-অবরোধ দিয়ে অস্থিতিশীল করা হচ্ছে।”

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইন্টার রিলিজিয়ন হারমনি সোসাইটি আয়োজিত ‘নিরীহ মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, ধর্মবিরোধী কাজ এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াই’ শীর্ষক মাবনবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারায়ণ চন্দ্র বলেন, “বিএনপির আন্দোলন ব্যর্থ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তিপূর্ণভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।”

তিনি বলেন, “নারী-শিশুসহ নিরীহ মানুষকে হত্যা করে তারা আজ যে আন্দোলন করছে তাদের এই আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এই জনবিচ্ছিন্ন ব্যর্থ আন্দোলন করে তারা দেশের উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছে মাত্র।”

তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন বিশ্বের বুকে দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে, ঠিক তখন দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য হরতাল-অবরোধ দিয়ে অস্থিতিশীল করা হচ্ছে।”

মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায়, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইন্টার রিলিজিয়ন হারমনি সোসাইটির চেয়ারম্যান মিঞা মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান হীরালাল বড়ুয়া, মহাসচিব মনোরঞ্জন ঘোষাল, যুগ্ম মহাসচিব আবু সাদাৎ মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়