News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৪, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৬, ১৭ জানুয়ারি ২০২০

জনগণের কাতারে আসুন, সফলতা দেখতে পাবেন

জনগণের কাতারে আসুন, সফলতা দেখতে পাবেন

ঢাকা: ৮১ দিনের আন্দোলনের সফলতা দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরতা ছেড়ে জনগণের কাতারে দাঁড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির আপদকালীন মুখপাত্র বরকতুল্লাহ বুলু এ আহ্বান জানান।

শুক্রবার প্রধানমন্ত্রী বলেছেন, “বেগম খালেদা জিয়ার ৮১ দিনের আন্দোলন ব্যর্থ হয়েছে। দেশের বিবেকবান মানুষ কীভাবে বিএনপিকে ভোট দেয় তা আমি বুঝি না।”

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুলু বলেন, “প্রধানমন্ত্রীকে সবিনয়ে বলতে চাই- আপনার দলীয় লোকদের দিয়ে সাজানো আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরতা ছেড়ে জনগণের কাতারে দাঁড়ান, দেখতে পাবেন ৮১ দিনের আন্দোলন সফল না বিফল। জনগণের দাবি অনুযায়ী নির্দলীয়-নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিলেই জনগণ আন্দোলনে সফল না বিফল হয়েছে তা পরিষ্কার করে দেবে।”

বুলু বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারি জাতির সঙ্গে প্রতারণা করে একটি প্রহসণের নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা হরণসহ জনগণের ওপর অত্যাচার নিপীড়ন চালানোর পাশাপাশি গণমাধ্যমের নিরপেক্ষতা কেড়ে নিয়ে দেশে এক ভয়াবহ নৈরাজ্যের সৃষ্টি করেছে ক্ষমতাসীন গোষ্ঠী। একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দলগুলো কর্তৃক সভা-সমাবেশ-মিছিল করা সাংবিধানিক অধিকার হলেও তা পুরোপুরিভাবে নস্যাৎ করা হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “সরকারের অবৈধ কর্মকাণ্ড ও লুটতরাজের বিরুদ্ধে বিরোধী দলগুলো যাতে সোচ্চার হতে না পারে সে জন্যই ক্ষমতাসীনরা বিরোধী দলের সিনিয়র নেতাসহ হাজার হাজার নেতা-কর্মীর নামে বানোয়াট মামলা দিয়ে তাদের জেলে পুরে রেখেছে। যৌথবাহিনী দিয়ে দেশে চালানো হচ্ছে গ্রেফতার ও বন্দুকযুদ্ধের নামে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে হত্যার নারকীয় ঘটনা। সব মিলিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের সংকটাপন্ন পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে যাচ্ছে।”

নিউজবাংলাদেশ/আরআর

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়