উন্নত চিকিৎসার্থে সুবহানকে মুক্তি দিন: জামায়াত
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে গুরুতর অসুস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ আবদুস সুবহানকে অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ আবদুস সুবহান গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন। তিনি বার্ধক্যজনিত শারীরিক সমস্যাসহ নানান জটিল রোগে ভুগছেন। দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দী থাকার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তার অসুস্থতার খবরে আমরা সকলেই গভীরভাবে উদ্বিগ্ন।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








