খালেদার কাছে শত নাগরিক কমিটির প্রতিনিধি
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন শত নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দীনের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার সন্ধ্যায় দিকে কার্যালয়ে প্রবেশ করেন। প্রতিনিধি দলে আরো রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহ ও ড. মাহবুব উল্লাহ, ইউটাব প্রেসিডেন্ট আ ফ ম ইউসুফ হায়দার, সাংবাদিকদের সংগঠন ডিইউজের সভাপতি কবি আব্দুল হাই শিকদারসহ আরও তিন জন।
শত নাগরিক কমিটির এই প্রতিনিধি দলটি বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোসহ ছয়টি অনুরোধ জানিয়েছিল।
তাদের অন্য চাওয়াগুলো ছিলো-গ্রেফতার ও হয়রানিতে থাকা সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী কাজ বাধাহীন করা, কারাবন্দিদের প্রচার কাজে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা, বিরোধী দল সমর্থিতদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ ঠেকানো, অস্ত্র ও পেশি শক্তি নিয়ন্ত্রণ, প্রচারকর্মী ও পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা।
তবে সময় বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, “এবার সিটি নির্বাচনের তফসিলে যথেষ্ট সময় দেয়া হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন সংগ্রহ ও জমা নিয়ে ইতোমধ্যে অনেক সাড়া পড়েছে।”
নিউজবাংলাদেশ.কম/আরআর/এজে
নিউজবাংলাদেশ.কম








