‘খালেদার মার্কা আর ধানের শীষ নয়, পেট্রলবোমা’
মিরসরাই: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মার্কা আর ধানের শিষ নয়, পেট্রলবোমা। এখন তিনি পেট্রলবোমা নিয়ে আছেন। যখন সুযোগ পান তখনই তিনি পেট্রলবোমা দিয়ে মানুষকে হত্যা করেন। একথা বলেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
আজ শুক্রবার বিকেলে ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহ পাড়া এলাকায় ৩০০ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘‘খালেদা জিয়া একের পর এক নাশকতা চালিয়ে যাচ্ছেন। দু’মাসে তিনি দেড়শ’ নিরীহ মানুষকে পেট্রলবোমা মেরে হত্যা করেছেন। দেশকে তিনি অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টায় ব্যর্থ হয়েছেন।’’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী, রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








