সমাবেশ সফল করতে ছাত্রদলের ৬ দফা নির্দেশনা

ফাইল ছবি
আগামী ৩ আগস্ট রাজধানীর শাহবাগে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের জন্য ছয় দফা নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
নির্দেশনায় বলা হয়েছে-
এক. ছাত্র সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না।
দুই. সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে।
তিন. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচলে সার্বিক সহযোগিতা করতে হবে।
চার. সমাবেশের দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর সিদ্ধান্ত সন্তোষজনক: আমীর খসরু
পাঁচ. ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না।
ছয়. সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশস্থল ত্যাগ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি