News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪০, ১ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর সিদ্ধান্ত সন্তোষজনক: আমীর খসরু

যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর সিদ্ধান্ত সন্তোষজনক: আমীর খসরু

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বাংলাদেশি পণ্যের রপ্তানিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের পাল্টা শুল্কের হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনার সিদ্ধান্তকে ‘সন্তোষজনক অবস্থা’ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের কাছে তিনি বলেন, “যদিও এটা জয়-পরাজয়ের বিষয় নয়, তবে ২০ শতাংশ শুল্কের কারণে আমাদের রপ্তানি খাত তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে। পাকিস্তান ১৯ শতাংশ, ভিয়েতনাম ২০ শতাংশ এবং ভারত ২৫ শতাংশ শুল্কে রয়েছে। এই প্রেক্ষাপটে আমাদের ট্যারিফ হার সন্তোষজনক।”

তবে যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর পেছনের নেগোসিয়েশন প্রসঙ্গে বিস্তারিত জানা না থাকায় তিনি বলেন, “আমরা শুধু ট্যারিফের বিষয়টি জানি, পুরো বিষয়টা জানা হলে মন্তব্য করতে পারবো। এই সিদ্ধান্তের পেছনে অনেক আলোচনাও হয়েছে, যা প্রকাশ পেলে বোঝা যাবে।”

অপর প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, “নেগোসিয়েশনের পেছনে একাধিক বিষয় জড়িত। শুধু ট্যারিফ কমানোর সিদ্ধান্তই হয়নি। কেবলমাত্র ট্যারিফ কমানোর বিপরীতে আর কী দেওয়া হয়েছে, তা না জানা পর্যন্ত এর পূর্ণ প্রভাব বোঝা যাবে না।”

আরও পড়ুন: হেফাজতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিএনপি

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “এটা আলাদা বিষয়। আমেরিকানদের পণ্য রপ্তানির স্বার্থেই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশ কতটুকু এই পরিস্থিতি সামাল দিতে পারবে, তা আলোচনা হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের পুরো বিষয়টি প্রকাশ করা উচিত।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়