News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০১, ১ আগস্ট ২০২৫
আপডেট: ১৬:০৩, ১ আগস্ট ২০২৫

হেফাজতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিএনপি

হেফাজতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিএনপি

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়িতে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে তারা হাটহাজারীর দারুল উলুম মাদ্রাসা এবং ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেন। এই দুই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে হেফাজতে ইসলামের কেন্দ্র হিসেবে পরিচিত।

বিএনপি নেতারা প্রয়াত হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী ও সাবেক মহাসচিব জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হেফাজত নেতাদের প্রতি শুভেচ্ছা জানাতে এ সফর করেছেন বলে জানান তারা।

আরও পড়ুন: ‘পিআর ভোট ব্যবস্থা নিয়ে এখনও নীরব সরকার’

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়