News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৫, ১ আগস্ট ২০২৫

‘পিআর ভোট ব্যবস্থা নিয়ে এখনও নীরব সরকার’

‘পিআর ভোট ব্যবস্থা নিয়ে এখনও নীরব সরকার’

ছবি: সংগৃহীত

আয়োজনের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও “সুস্পষ্ট বা আনুষ্ঠানিক ঘোষণা” আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, জনগণের সার্বভৌম ইচ্ছার ওপরে কোনও আইন থাকতে পারে না। নির্বাচনব্যবস্থা হোক গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বশীল—এটাই জনগণের দাবি।

তিনি আরও বলেন, নির্বাচন পদ্ধতির পরিবর্তনের সিদ্ধান্ত শুধুমাত্র সরকারের একক সিদ্ধান্ত হতে পারে না, এটি জাতীয় ঐকমতের ভিত্তিতে হওয়া উচিত।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের খসড়া ইতিমধ্যেই সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। সবাই যেসব সুপারিশ গ্রহণ করেছে, সেগুলোকেই ভিত্তি করে চূড়ান্ত জুলাই সনদ প্রণয়ন হবে।

তিনি উল্লেখ করেন, সর্বমোট ৮২৬টি প্রস্তাবনার মধ্যে ৭৭৫টি প্রস্তাবে আমরা ঐকমত্যে পৌঁছেছি। বাকি ৫১টি নিয়ে এখনো আলোচনা চলমান রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, এই সনদ এখনো সাক্ষরিত হয়নি, তবে এটি সকলের সম্মতিতে কার্যকর হবে বলে আশা করছি। জাতিকে একটি অন্তর্ভুক্তিমূলক ও বিকেন্দ্রীকৃত রাষ্ট্র কাঠামোর পথে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধ।

আরও পড়ুন: সংকট নিরসনের একমাত্র পথ ফেব্রুয়ারির নির্বাচন: মির্জা ফখরুল

উল্লেখ্য, শুক্রবার (১ আগস্ট) সকালে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসায় মাওলানা শাহ আহমদ শফী (আল্লামা শফী)-এর কবর জিয়ারত করতে যান বিএনপির শীর্ষ দুই নেতা সালাহউদ্দিন আহমদ ও নজরুল ইসলাম খান। সেখানে তারা ‍উলামা সমাজের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মাদ্রাসার শীর্ষ এক আলেম নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, বর্তমান রাজনৈতিক উত্তাপের সময়েও বিএনপি নেতারা এখানে এসেছেন—এটা আমাদের জন্য সম্মানজনক। আল্লামা শফীর আদর্শ নিয়ে এখনো আলোচনা হয়, সেসব আলোচনায় বিএনপির অবস্থান আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি।

সালাহউদ্দিন আহমদের সঙ্গে থাকা বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা দেশের মাটি ও মানুষের সঙ্গে সংযুক্ত আছি। কেন্দ্র থেকে শুধু প্রেস রিলিজ দিলে হবে না—এই কারণেই আমরা মাঠে নেমেছি।

তিনি আরও বলেন, জুলাই সনদ শুধুই রাজনৈতিক দলগুলোর জন্য নয়, এটা একটি জাতীয় রোডম্যাপ, যেখানে সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করার পথ খোঁজা হচ্ছে।

জুলাই মাসজুড়ে সরকার ও বিরোধীদলগুলোর মধ্যে সংলাপের মধ্য দিয়ে রাষ্ট্রগঠন, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, নির্বাচনী পদ্ধতির সংস্কার, নারীর রাজনৈতিক অংশগ্রহণসহ একাধিক ইস্যুতে আলোচনা হয়।

নির্বাচনে পিআর পদ্ধতি চালুর দাবি মূলত এসেছে নবগঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ থেকে, যেটির খসড়া গত ২০ জুলাই পর্যন্ত রাজনৈতিক দলগুলো পর্যালোচনার সুযোগ পেয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়