ভারতের ওপর ২৪ ঘণ্টার মধ্যে ‘উল্লেখযোগ্য’ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ছবি: সংগৃহীত
রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি অব্যাহত রাখায় ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) সিএনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয়। তারা আমাদের দেশে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে, কিন্তু আমরাও তাদের দেশে তেমন কিছু রপ্তানি করতে পারি না। এ কারণে আমরা তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ শুল্ক আরও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে।”
এর আগের দিন, সোমবার ট্রাম্প ভারতবিরোধী অবস্থান আরও কঠোর করার ইঙ্গিত দেন। তিনি অভিযোগ করেন, “রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালাচ্ছে, অথচ ভারত সেখান থেকে তেল কিনছে। শুধু কিনছেই না, বরং তা আবার খোলা বাজারে বিক্রি করে বিশাল মুনাফা করছে।”
আরও পড়ুন: গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজারের কাছাকাছি
যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “ভারত সর্বদা নিজের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।” সূত্র: এনডিটিভি
নিউজবাংলাদেশ.কম/এসবি