News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩০, ৬ আগস্ট ২০২৫

জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি

ফাইল ছবি

জুলাই ঘোষণাপত্র ও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় প্রধানমন্ত্রী উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রধান উপদেষ্টার নির্বাচন কমিশনে চিঠি পাঠানোর ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের অবসান হবে। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও আর অনিশ্চয়তা থাকবে না।”

তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধানে যথোপযুক্তভাবে সেটি অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি, জুলাই শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত আমাদের প্রাণের দাবির প্রতিফলন। আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য আইনি ও রাষ্ট্রীয় সহায়তার প্রতিশ্রুতিও আশাব্যঞ্জক।”

সালাহউদ্দিন আহমদ জানান, জাতীয় ঐক্যের ভিত্তিতে খুব শিগগিরই জুলাই সনদ স্বাক্ষরিত হবে।

আরও পড়ুন: রাজাকারদের শহীদ বানাতে শিবিরের ছবি প্রদর্শনী, শিক্ষার্থীদের বিক্ষোভে পণ্ড

এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবেন, যাতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে—রমজানের আগে—জাতীয় নির্বাচন আয়োজন করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়