১০ দিনে হজে প্রাথমিক নিবন্ধন ২৫ জনের

ফাইল ছবি
আগামী বছর হজে যেতে গত ১০ দিনে (২৭ জুলাই থেকে ৫ আগস্ট) প্রাথমিকভাবে নিবন্ধন করেছেন ২৫ জন। তারা সবাই সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। বেসরকারি ব্যবস্থাপনায় এখনও কোনো হজযাত্রী নিবন্ধন করেননি।
বুধবার (৬ আগস্ট) সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত তথ্যে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের ২৭ জুলাই থেকে চার লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। হজ প্যাকেজ ঘোষণা হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন চূড়ান্ত করতে হবে।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং ধর্ম মন্ত্রণালয় সূত্র বলছে, হজ প্যাকেজ ঘোষণার আগপর্যন্ত সাধারণত নিবন্ধনের গতি কম থাকে। তবে প্যাকেজ ঘোষণা হলে দ্রুত কোটা পূরণ হয়ে যায়। যেহেতু এখনো হজে যেতে মোট খরচ কত হবে তা জানানো হয়নি, তাই অনেকে অপেক্ষা করছেন।
আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
আরও পড়ুন: তাবলিগের দুই পক্ষের বিরোধ মেটাতে ৭ সদস্যের কমিটি: ধর্ম উপদেষ্টা
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ অক্টোবরের মধ্যে পূর্ণ অর্থসহ হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি আগস্ট মাসের মধ্যেই হজ প্যাকেজ ঘোষণা করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি