News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪১, ১৩ জুলাই ২০২৫
আপডেট: ১৭:৪৫, ১৩ জুলাই ২০২৫

৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত পাচ্ছেন হজযাত্রীরা: ধর্ম উপদেষ্টা

৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত পাচ্ছেন হজযাত্রীরা: ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৯৭৮ জন হাজিকে প্যাকেজ অনুযায়ী সর্বমোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

রবিবার (১৩ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা জানান, এ বছর হজ প্যাকেজে বাড়িভাড়াসহ বিভিন্ন খরচ পূর্বানুমানের চেয়ে কম হওয়ায় এই উদ্বৃত্ত তৈরি হয়েছে। পুঙ্খানুপুঙ্খ হিসাব শেষে প্রতি হাজিকে প্যাকেজভেদে ৫ হাজার ৩১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬৪২ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। অর্থ ফেরতের এই প্রক্রিয়া শিগগিরই হাজিদের ব্যাংক হিসাবে সম্পন্ন করা হবে।

প্যাকেজভিত্তিক ফেরতের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, সাধারণ হজ প্যাকেজ-১ এর আওতায় ৪, ৫ ও ৬ নম্বর বাড়িতে অবস্থানকারী পূর্ণ প্যাকেজের হাজিরা যথাক্রমে ৫,৩১৫, ১৩,৫৭০ ও ৫,৩১৫ টাকা করে পাবেন। শর্ট প্যাকেজে থাকা হাজিরা ৪ নম্বর বাড়িতে থাকলে পাবেন ২৩,০২৭ টাকা। অন্য দুটি বাড়িতে শর্ট প্যাকেজের কেউ ছিলেন না।

আরও পড়ুন: হজ শেষে দেশে ফিরেছেন ৭৩,৪৯৩ জন, মৃত্যু ৪৪

প্যাকেজ-২ এর আওতায় ১, ২ ও ৩ নম্বর বাড়িতে পূর্ণ প্যাকেজের হাজিরা ফেরত পাবেন যথাক্রমে ১৯,১৯২, ২১,১৪২ ও ২৪,২৬২ টাকা। একই প্যাকেজের শর্ট প্যাকেজধারীরা ১ ও ২ নম্বর বাড়িতে থাকলে পাবেন ৫১,৬৯২ এবং ৫৩,৬৪২ টাকা। ৩ নম্বর বাড়িতে শর্ট প্যাকেজের কেউ ছিলেন না।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরবে গেছেন ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫ হাজার ৪১৩ জন এবং বাকি ৮১ হাজার ৬৮৭ জন গেছেন বেসরকারি ব্যবস্থাপনায়। ২৯ এপ্রিল হজযাত্রা শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন এবং ফিরতি ফ্লাইট শেষ হয় ১০ জুলাই।

হজ চলাকালীন সৌদি আরবে ৪৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, মৃত্যুর প্রধান কারণ ছিল বার্ধক্য ও পূর্ববর্তী শারীরিক অসুস্থতা।

সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, ২০২৬ সালের হজ মৌসুমে খরচ আরও কমানোর লক্ষ্যে এখন থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী নভেম্বরেই সৌদি আরবের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করার কথা রয়েছে। 
তিনি বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। খরচ কমানোর পাশাপাশি মান বজায় রাখতেও আমরা বদ্ধপরিকর। 

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়