News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ৭ জুলাই ২০২৫
আপডেট: ০৯:০৬, ৭ জুলাই ২০২৫

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩,৪৯৩ জন, মৃত্যু ৪৪

হজ শেষে দেশে ফিরেছেন ৭৩,৪৯৩ জন, মৃত্যু ৪৪

ছবি: সংগৃহীত

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন বাংলাদেশি হাজি। এবার হজ মৌসুমে সৌদি আরবে মারা গেছেন ৪৪ জন, যাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী।

সোমবার (৭ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন।

হজযাত্রী পরিবহনে যুক্ত ছিল তিনটি এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে সর্বোচ্চ ৩২ হাজার ২৬২ জন, সৌদি এয়ারলাইনস ২৬ হাজার ৬৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৭৭৬ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে।

আরও পড়ুন: ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৬৬ হাজার হাজি

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন। যাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল, শেষ ফ্লাইটটি গিয়েছিল নির্ধারিত সময়সূচি অনুযায়ী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়