News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৭, ৬ জুলাই ২০২৫

ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৬৬ হাজার হাজি

ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৬৬ হাজার হাজি

ছবি: সংগৃহীত

চলতি বছরের পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজারেরও বেশি বাংলাদেশি হাজি। অন্যদিকে, হজযাত্রায় অংশ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৩ জন বাংলাদেশি। মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফার বিভিন্ন স্থানে দীর্ঘ যাত্রা, শারীরিক দুর্বলতা ও আবহাওয়া পরিবর্তনের কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ হজ পোর্টালের তথ্য ও হজ আইটি হেল্প ডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ৩টা পর্যন্ত দেশে ফেরা হাজির সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৩৬২ জনে। এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ হজ অফিস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং অংশগ্রহণকারী এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬১ হাজার ৩৫৫ জন। হজযাত্রী পরিবহনের জন্য তিনটি এয়ারলাইন্স নির্ধারিত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন ৩১ হাজার ১৬৫ জন হাজি, সৌদি এয়ারলাইন্সে ২৬ হাজার ৪২১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন।

চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন মোট ৪৩ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর স্থানভিত্তিক হিসাব অনুযায়ী, মক্কায় মারা গেছেন ২৬ জন, মদিনায় ১৩ জন, জেদ্দায় ৩ জন এবং আরাফায় ১ জন।

হজ অফিস সূত্র বলছে, অধিকাংশ মৃত্যুই স্বাভাবিক ও বার্ধক্যজনিত কারণে ঘটেছে। মরদেহগুলো হজ আইনে নির্ধারিত প্রক্রিয়ায় দাফন ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট পরিবারকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন: আত্মত্যাগের মহিমায় আশুরা

২০২৫ সালের হজের জন্য বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন হজযাত্রী সৌদি আরবে গমন করেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৯,৯৯২ জন এবং বাকি ৭৫ হাজার ৩১০ জন ছিলেন বেসরকারি ব্যবস্থাপনায়।

প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় ২৯ এপ্রিল ২০২৫। প্রায় এক মাসের ব্যবধানে মোট ২২০টি হজ ফ্লাইটে এসব হজযাত্রী মক্কা-মদিনায় পৌঁছান। সর্বশেষ হজ ফ্লাইটটি সৌদি আরবে যায় ১ জুন।

হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইটটি মদিনা থেকে ঢাকায় পৌঁছে ১০ জুন, যেখানে ছিলেন ৩৬৯ জন হাজি। এরপর পর্যায়ক্রমে হাজিদের ফেরত আনা হচ্ছে। ৬ জুলাই পর্যন্ত সর্বমোট ১৮৫টি ফিরতি ফ্লাইটে ৬৬,৩৬২ জন দেশে ফিরেছেন, যা মোট হজযাত্রীর প্রায় ৭৮ শতাংশ।

হজ অফিস জানিয়েছে, অবশিষ্ট হাজিদের ফিরতি ফ্লাইটগুলো আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে। প্রতি দিন একাধিক ফ্লাইটে হাজিদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এজন্য হজ অফিস, সিভিল এভিয়েশন এবং এয়ারলাইন্সগুলো সমন্বিতভাবে কাজ করছে।

হজ শেষে দেশে ফেরা হাজিদের সুষ্ঠুভাবে বিমানবন্দর থেকে প্রবাসী কল্যাণ ডেস্ক, হজ অফিস ও বিভিন্ন জেলা প্রশাসনের সহায়তায় গন্তব্যে পাঠানো হচ্ছে। এদিকে হজ মিশন, কনস্যুলেট এবং মক্কা-মদিনার হজ অফিসগুলো হাজিদের প্রয়োজনীয় সহায়তা, স্বাস্থ্যসেবা এবং অভিযোগ নিষ্পত্তিতে দিনরাত কাজ করেছে বলে জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়