News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১১, ১৪ জুলাই ২০২৫

মিশিগানে কোরআনের হাফেজ হলেন ১০ বছরের রায়হান

মিশিগানে কোরআনের হাফেজ হলেন ১০ বছরের রায়হান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির বায়তুল মোকাররম মসজিদের হিফজ বিভাগ থেকে মাত্র ১০ বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছেন নাকীব হাসান রায়হান।

রায়হান বায়তুল মোকাররম মসজিদের সভাপতি ডা. মোহাম্মদ সিরাজুল হক ও শায়খে হবিগঞ্জী (রাহ.)-এর দৌহিত্র মন্জুর সামি হাসানের পুত্র। স্কুল পড়ালেখার পাশাপাশি প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার মসজিদের হিফজ শাখায় অংশ নিয়ে এবং ছুটির সময় পুরোটা হিফজে উৎসর্গ করে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।

২০১০ সালের ১৮ সেপ্টেম্বর মাত্র একজন শিক্ষক ও দুজন ছাত্র নিয়ে যাত্রা শুরু করে বায়তুল মোকাররম মসজিদের হিফজ বিভাগ। বর্তমানে এখানে ছয়জন শিক্ষক ও ৪০ জনের বেশি ছাত্র রয়েছে। এরই মধ্যে এখান থেকে ২৯ জন হাফেজে কোরআন তৈরি হয়েছেন, যা কমিউনিটির জন্য গর্বের বিষয়।

আরও পড়ুন: ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত পাচ্ছেন হজযাত্রীরা: ধর্ম উপদেষ্টা

রায়হানের হিফজ সম্পন্ন উপলক্ষে রবিবার (১৩ জুলাই) জোহরের নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম মোহাদ্দিস (শায়খে জুরি), শায়খে রেংগা (রাহ.)-এর শায়খ নুরুল ইসলাম সুফিয়ান, ডা. সিরাজুল হক, হাফিজ ক্বারী ফখরুল ইসলাম, ইমাম শেখ আহমাদ কাশেম, আল ফালাহ মসজিদের ইমাম মাওলানা আতাউর রহমান খান, দারুল কুরআন মসজিদের ইমাম মাওলানা সাইদ, হাফিজ সাঁইদ সামাদ, মাওলানা জাবেদ আহমদ, হাফিজ ইউসুফসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বায়তুল মোকাররম মসজিদের শিক্ষকবৃন্দ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়