News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৫, ৬ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:১৫, ৬ আগস্ট ২০২৫

‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি পেল মদিনা

‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি পেল মদিনা

ছবি: সংগৃহীত

ইসলামের দ্বিতীয় পবিত্রতম নগরী মদিনাকে দ্বিতীয়বারের মতো ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ২০২১ সালের পর এবারও ৮০ পয়েন্ট পেয়ে এ স্বীকৃতি অর্জন করেছে শহরটি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক আনুষ্ঠানিক আয়োজনে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে ডব্লিউএইচও’র স্বীকৃতি সনদ গ্রহণ করেন মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান।

এ সময় যুবরাজ সালমান বলেন, “মদিনার এই স্বীকৃতি নগরবাসীর জীবনমান উন্নয়নে নেতৃত্বের নিষ্ঠার এক উজ্জ্বল উদাহরণ।” তিনি মদিনার চলমান রূপান্তরকে একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক ‘শীর্ষস্থানীয় উন্নয়ন মডেল’ হিসেবে তুলে ধরেন, যা সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্যপূরণে অবদান রাখছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, জেদ্দার পর মদিনাও মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্তে নিহত ৪

ডব্লিউএইচও’র স্বীকৃতি পেতে হলে সংশ্লিষ্ট শহরকে পার্ক, হাঁটার পথ, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং বিদ্যালয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা বিস্তারের মতো ৮০টি মানদণ্ড পূরণ করতে হয়।

এছাড়া এর আগে সৌদি আরবের আরও ১৪টি শহর—তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহসহ—‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়