News Bangladesh

শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৪, ৬ আগস্ট ২০২৫
আপডেট: ১১:০৬, ৬ আগস্ট ২০২৫

বিমান দুর্ঘটনার পর মাইলস্টোনে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস  শুরু

বিমান দুর্ঘটনার পর মাইলস্টোনে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস  শুরু

ছবি: সংগৃহীত

বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ২১ জুলাই ঘটে যাওয়া ওই দুর্ঘটনার পর ১২ দিনের ছুটি ও দুই দিনের গ্রুপ কাউন্সেলিং শেষে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়মিত পাঠদান শুরু হয়েছে।

বুধবার (৬ আগস্ট)  প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ্‌ বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম দুই দিন কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি ও কাউন্সেলিং সেশন। আজ থেকে ধাপে ধাপে পুরোদমে শুরু হয়েছে নিয়মিত ক্লাস। তবে আগামী তিন মাস ধরে চলবে মনোসামাজিক কাউন্সেলিং কার্যক্রম।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম গণমাধ্যমকে বলেন, “এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের মানসিকভাবে সাপোর্ট দেওয়া। কাউকে জোর করা হয়নি। অভিভাবকদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীদের ধাপে ধাপে ক্যাম্পাসে ফেরানো হচ্ছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে ছাত্রীদের মানসিক প্রভাব তুলনামূলকভাবে বেশি দেখা গেছে। এজন্য তাদের জন্য আলাদা মনোযোগ দিয়ে সেশন পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, “আমরা জানি, একটি সেশন যথেষ্ট নয়। অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে ধারাবাহিক সেশন প্রয়োজন। এজন্য ফর্ম মাস্টারদের মাধ্যমে ফিডব্যাক নিয়ে নিয়মিত কাউন্সেলিং চালানো হচ্ছে,” বলেন অধ্যক্ষ।

কলেজ সূত্রে জানা গেছে, ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর এবং কলেজের নিজস্ব মনোরোগ বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ কাউন্সেলিং টিম গঠন করা হয়েছে। শুরুতে ছিল ওয়ান-টু-ওয়ান সেশন, বর্তমানে চলছে গ্রুপ কাউন্সেলিং। প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের এই প্রক্রায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: সরকারি ৭ কলেজ নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

এদিকে কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী জানান, “যেসব শিক্ষার্থী এখনো মানসিক ট্রমায় আছে, তারা চাইলে অন্য কোনো শাখা কিংবা প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবে।”

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম চালানো হবে না বলে জানান তিনি। সরকারের গঠিত তিনটি তদন্ত কমিটি ভবনটির ভবিষ্যৎ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত দেবে বলেও জানান নুরুন নবী।

উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরায় একটি নির্মাণাধীন ভবনে বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে এবং সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়