News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০১, ১৬ জুলাই ২০২৫

হাজিদের প্রতারণা এড়াতে সতর্কবার্তা ধর্ম মন্ত্রণালয়ের

হাজিদের প্রতারণা এড়াতে সতর্কবার্তা ধর্ম মন্ত্রণালয়ের

ফাইল ছবি

২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের আওতায় অব্যয়িত অর্থ হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া শুরু করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ কার্যক্রম ঘিরে প্রতারক চক্র সক্রিয় হতে পারে—এমন আশঙ্কা থেকে সতর্কবার্তা জারি করেছে মন্ত্রণালয়।

বুধবার (১৬ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

এতে  জানানো হয়, হজযাত্রীদের প্যাকেজ ও বাড়িভিত্তিক অব্যয়িত অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT/BEFTN) এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে।

এ প্রেক্ষিতে, হাজিদের আর্থিক তথ্য যেন কেউ ভুলক্রমেও অপরিচিত কাউকে না দেন, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছে মন্ত্রণালয়। এছাড়া মোবাইল অপারেটরদের মাধ্যমে বিনা মূল্যে এসএমএস প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে, যেন এ সংক্রান্ত সতর্কতা সবার কাছে পৌঁছায়।

আরও পড়ুন: মিশিগানে কোরআনের হাফেজ হলেন ১০ বছরের রায়হান

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ বা নগদের তথ্য কেউ চাইলে তা কোনোভাবেই প্রদান না করার জন্য হাজিদের আহ্বান জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়