নোয়াখালীর সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৭ জনের পরিচয় মিলেছে

ছবি: সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খালে পড়ে শিশুসহ নিহত একই পরিবারের সাতজনের পরিচয় মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া।
নিহতরা হলেন- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম চওপল্লী এলাকার ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম আক্তার (২), ভাবি লাবনী আক্তার (৩০), নানী ফয়জুন্নেসা (৮০), ভাতিজি রেশমী আক্তার (৮) এবং লামিয়া (৯)।
আরও পড়ুন: নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবাস ফেরত বাহার উদ্দিনকে আনতে পরিবারের সদস্যরা মঙ্গলবার বিকেলে ঢাকায় যান। রাতে স্বজনদের নিয়ে একটি মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে বুধবার ভোরে চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলে এবং পরে হাসপাতালে নেওয়ার পর সাতজন মারা যান।
আহতদের মধ্যে বাহার উদ্দিন ও মাইক্রোবাস চালকসহ পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।
ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজবাংলাদেশ.কম/এসবি