News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৪, ৬ আগস্ট ২০২৫
আপডেট: ১০:৩৫, ৬ আগস্ট ২০২৫

কনটেন্ট নির্মাতাদের জন্য ‘কোলাবরেশন’ ফিচার আনছে ইউটিউব

কনটেন্ট নির্মাতাদের জন্য ‘কোলাবরেশন’ ফিচার আনছে ইউটিউব

ছবি: ইন্টারনেট

বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম ইউটিউব এবার কনটেন্ট নির্মাতাদের ভিডিও ভিউ বাড়াতে নতুন একটি পরিষেবা চালু করতে যাচ্ছে। প্ল্যাটফর্মটি এবার পরীক্ষামূলকভাবে চালু করেছে ‘কনটেন্ট কোলাবরেশন’ নামের একটি ফিচার, যা নির্মাতাদের জন্য ভিডিও প্রচারে দারুণ সহায়ক হতে পারে।

প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ম্যাশেবলের এক প্রতিবেদনে জানানো হয়, এই নতুন ফিচারের মাধ্যমে ইউটিউবাররা তাদের ভিডিওতে অন্য নির্মাতাদের সরাসরি ট্যাগ করতে পারবেন। এতে করে দর্শকরা সহজেই সেই ট্যাগ করা নির্মাতাদের চ্যানেলে প্রবেশ করতে এবং সাবস্ক্রাইব করতে পারবেন।

তবে কোলাবরেশনের ক্ষেত্রে একতরফাভাবে কাউকে ট্যাগ করা যাবে না। ট্যাগ করার আগে সংশ্লিষ্ট নির্মাতাকে ইনভাইটেশন পাঠাতে হবে, এবং তিনি অনুমতি দিলেই তার নাম ভিডিওতে যুক্ত হবে। যদি সংশ্লিষ্ট নির্মাতা অনুমতি না দেন, তাহলে তার নাম যুক্ত করা সম্ভব হবে না।

ইউটিউবের হেল্প পেজে এক ঘোষণায় জানানো হয়েছে, “নতুন কনটেন্ট কোলাবরেশন ফিচারটি আপাতত নির্দিষ্ট কিছু নির্মাতার জন্য চালু করা হয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে এটি আরও বেশি নির্মাতাদের জন্য উন্মুক্ত করা হবে।”

আরও পড়ুন: শিশুদের সুরক্ষায় নতুন ফিচার আনলো টিকটক

বিশ্লেষকদের মতে, এই নতুন উদ্যোগ কনটেন্ট নির্মাতাদের একে অপরের সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ করে দেবে। পাশাপাশি এটি ভিডিওর ভিউ ও সাবস্ক্রিপশন বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

অনলাইনে আয়ের জন্য যারা নিয়মিত ইউটিউবে কনটেন্ট তৈরি করছেন, তাদের জন্য এটি হতে পারে একটি বড় সুবিধা।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়