সিরিজ জয় হাতছাড়া, স্টোকসের না থাকাকে দায়ী করলেন মাইকেল ভন

ছবি: সংগৃহীত
ওভাল টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ জেতার সুযোগ ছিল ইংল্যান্ডের সামনে। কিন্তু মাত্র ৬ রানের ব্যবধানে জয়ের খুব কাছ থেকে ম্যাচ এবং সিরিজ—দুটোই হাতছাড়া করেছে তারা। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজের দুর্দান্ত পারফরম্যান্সে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ড্রয়ে শেষ হয়েছে।
তবে ওভাল টেস্টে হারের বড় কারণ হিসেবে বেন স্টোকসের অনুপস্থিতিকে দায়ী করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, "স্টোকস দলে থাকলে ইংল্যান্ড এই টেস্ট জিতে সিরিজও নিজেদের করে নিত। স্টোকস শুধু পারফরমারই নয়, মানসিকভাবেও দলের বড় শক্তি।”
সিরিজের প্রথম চার ম্যাচে স্টোকস ছিলেন দুর্দান্ত ছন্দে। ১৭টি উইকেট নিয়ে ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি এবং ব্যাট হাতে করেছিলেন একটি সেঞ্চুরিসহ ৩০৪ রান। তবে কাঁধের চোটের কারণে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি।
আরও পড়ুন: কোয়াব নির্বাচনে প্রার্থী হতে পারেন তামিম, ভোট ৪ সেপ্টেম্বর
ওভাল টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান, হাতে ছিল ৪ উইকেট। সেখানেই ছন্দপতন। মাইকেল ভনের মতে, "শেষ দিনে ইংল্যান্ড আতঙ্কিত হয়ে পড়ে। তাদের কেবল একটি জুটি দরকার ছিল। কিন্তু তারা অস্থির ও অতিরিক্ত আক্রমণাত্মক খেলেছে।”
তাছাড়া, শেষ টেস্টে অলরাউন্ডার ক্রিস ওকসের চোটে বোলিংয়েও ঘাটতি দেখা যায়। ভনের মতে, স্টোকস দলে থাকলে ব্যাট ও বল দুই দিকেই সেই শূন্যতা পূরণ করতে পারতেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি