News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩২, ২১ জুলাই ২০২৫

২০২৬ হজ: ২৭ জুলাই শুরু প্রাথমিক নিবন্ধন, সময়সীমা ১২ অক্টোবর

২০২৬ হজ: ২৭ জুলাই শুরু প্রাথমিক নিবন্ধন, সময়সীমা ১২ অক্টোবর

ছবি: সংগৃহীত

২০২৬ সালের পবিত্র হজে অংশগ্রহণে ইচ্ছুক মুসলমানদের জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আগামী ২৭ জুলাই ২০২৫ থেকে। প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে আগ্রহীরা নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার (২১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের সভায়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। 

এতে ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মো. আয়াতুল ইসলাম, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমদ মজুমদার সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ১২ অক্টোবর ২০২৫-এর মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। এই সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধনের পর বাকি টাকা জমা দিয়ে হজ প্যাকেজ চূড়ান্ত করতে হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি অংশের খরচ বিশ্লেষণ ও উড়োজাহাজ ভাড়া নির্ধারণ সাপেক্ষে দ্রুতই ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা নিবন্ধন করতে পারবেন:

  • ই-হজ সিস্টেম
  • লাব্বাইক মোবাইল অ্যাপ
  • ইউনিয়ন ডিজিটাল সেন্টার
  • ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা অফিস
  • বায়তুল মোকাররম অফিস
  • আশকোনা হজ অফিস থেকে।

অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের অনুমোদিত হজ এজেন্সিগুলোর মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: হাজিদের প্রতারণা এড়াতে সতর্কবার্তা ধর্ম মন্ত্রণালয়ের

সভায় ধর্ম মন্ত্রণালয় নিশ্চিত করে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৬ সালের হজ কার্যক্রম নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে:

  • হজ ফ্লাইট সিডিউল আগে চূড়ান্ত না করে বাড়ি ভাড়া নয়।
  • হজযাত্রীদের কোরবানির টাকা “নুসুক মাসার” ডিজিটাল প্ল্যাটফর্মে জমা দিতে হবে।
  • মেডিক্যাল ফিটনেস ছাড়া কাউকে হজে পাঠানো যাবে না।
  • রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে হজ অনিশ্চিত হয়ে পড়বে।

এই বিষয়ে ধর্ম উপদেষ্টা সভায় বিশেষভাবে সবাইকে সতর্ক করেন এবং যথাসময়ে সব প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরে। তাদের সুপারিশগুলো:

  • বাড়ি ভাড়া চুক্তির আগে ফ্লাইট অনুমোদন চূড়ান্ত করা।
  • কোরবানি ও ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক না করা।
  • নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির অনুরোধ।
  • হজ প্যাকেজের মেয়াদ ৩৫–৪০ দিনে সীমাবদ্ধ করা।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হাবের এসব সুপারিশ যথাযথভাবে বিবেচনা করা হবে এবং প্রয়োজনে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় তুলে ধরা হবে।

২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় এবারই প্রথম অত্যন্ত কড়াভাবে সৌদি রোডম্যাপ অনুসরণ করতে হচ্ছে। নির্ধারিত সময়সীমার মধ্যে সব কাজ সম্পন্ন না হলে হজযাত্রা বাতিল হওয়ার শঙ্কা রয়েছে। তাই হজে যেতে ইচ্ছুকদেরকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে যথাসময়ে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয় থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়