বিরোধী প্রার্থীরা প্রচারণা চালাতে পারছে না
ঢাকা: সরকারি প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও বিরোধী প্রার্থীরা কিঞ্চিত প্রচারণা চালাতে পারছে না বলে অভিযোগ করেছে ২০ দল।
সোমবার ২০ দলের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির আপদকালীন মুখপাত্র এ অভিযোগ করেন।
বুলু বলেন, “ঢাকার বিভক্ত দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী আচরণবিধির ওপর কড়াকড়ি আরোপ করলেও এখনও পর্যন্ত তার সুষ্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং প্রকাশ্যে নির্বাচনী সকল আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা অত্যন্ত দাপটের সাথে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। পক্ষান্তরে বিরোধী প্রার্থীদের বেলায় সুষ্ঠু আচরণবিধি পালনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানোর কিঞ্চিত সুযোগও দেয়া হচ্ছে না। পাশাপাশি সরকার কর্তৃক বিরোধী প্রার্থী ও সমর্থক নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন মিথ্যা ও বানোয়াট মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি এবং বিরোধী নেতা-কর্মীদের নির্বিঘ্নে চলাচল ও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের মন্ত্রী, এমপি ও আইন শৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্তাব্যক্তিদের কঠোর হুঁশিয়ারী নির্বাচনী পরিবেশকে আরো বেশী মাত্রায় পক্ষপাতদুষ্ট ও আতঙ্কগ্রস্ত করে তুলেছে।”
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, “২০ দলীয় জোট ও দেশবাসী আশা করে- আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সরকার ও নির্বাচন কমিশন যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। আর তা না হলে জাতির নিকট আবারো প্রমাণ হয়ে যাবে বর্তমান নির্বাচন কমিশন দন্তহীন বাঘ ছাড়া আর কিছুই নয়। ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে সরকার দস্যুবৃত্তি অবলম্বন করলে এবং এ ব্যাপারে নির্বাচন কমিশন সহযোগিতা করলে জাতি কখনোই বর্তমান শাসকগোষ্ঠী ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে ক্ষমা করবে না।”
নিউজবাংলাদেশ/আরআর/এজে
নিউজবাংলাদেশ.কম








