‘হায়রে কপাল মন্দ, মেয়র হওয়ার পথ বন্ধ’
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা না করতে পেরে জাতীয় সংসদে আক্ষেপ করেছেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম।
সোমবার বিকেলে দশম সংসদের পঞ্চম অধিবেশনে তিনি এ আক্ষেপ করেন। এর আগে সকালে তিনি ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।
হাজী সেলিম বলেন, “হায়রে কপাল মন্দ, আপনি স্পিকার থাকতেও আমার মেয়র হওয়ার পথ বন্ধ। আপনি পদত্যাগ পত্র গ্রহন করলে আমি তো দক্ষিণেই চলে যেতাম। কিন্তু আমার কপালই মন্দ, আপনি তা হতে দিলেন না।’
এসময় স্পিকার দু’বার তার কাছে জানতে চান, মাননীয় সংসদ সদস্য আসলে আপনার পদত্যাগ পত্রটি কোথায়?
এর উত্তরে হাজী মো. সেলিম বলেন, “মাননীয় স্পিকার আপনার কাছে জমা দিতে গেছিলাম, কিন্তু আপনি তা গ্রহন করেন নি। তাই অন্য একজন তা ছিড়ে ফেলেছে। মাননীয় স্পিকার আমার কপালই মন্দ। মেয়র হওয়া হলো না।”
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম








