‘দু’দলের কেউ সাধারণ মানুষের কথা ভাবছে না’
ঢাকা: দেশের বড় দুই রাজনৈতিক দলের একজন ক্ষমতায় আসার জন্য আন্দোলন করছে, আর অন্যজন ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধীদের দমন করছে। দু’দলের কেউ-ই সাধারণ মানুষের কথা ভাবছে না। একথা বলেছেন ল্যাশনালিস্টি ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে ৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ল্যাশনালিস্টি ডেমোক্রেটিক ফ্রন্ট আয়োজিত গুম-খুন, সন্ত্রাস ও নৈরাজ্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ আলোচনা সভায় তিনি একথা বলেন।
দু’দলের উদ্দেশে নীলু বলেন, “বর্তমান মুহূর্তের প্রতিহিংসা ও ধ্বংসের রাজনীতি পরিহার করে শান্তির রাজনীতিতে ফিরে আসুন। ৩ মাস ধরে একদল আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করছে, আরেক দল তাদের আন্দোলনকে সন্ত্রাস আখ্যা দিয়ে সংলাপ করতে নারাজ। দেশের রাজনীতি যে পথে এগোচ্ছে এ অবস্থা সভ্য বিশ্বে কারো কাম্য হতে পারে না।’’
বর্তমান রাজনৈতিক অবস্থা থেকে মুক্তি পেতে সবাইকে এনডিএফের পতাকাতলে আসার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ‘‘৪৪ বছরে দেশ যেভাবে চলছে সেভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তি কখনোই অর্জিত হয়নি। গণতন্ত্রের মুক্তির জন্য দেশের সবাইকে একসাথে কাজ করতে হবে।’’
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ল্যাশনালিস্টি ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মুজুনদার, বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবায়াদা কাদের চৌধুরী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








