News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩৬, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ২১:০৩, ১৮ জানুয়ারি ২০২০

চুয়াডাঙ্গার দুই ইউপি নির্বাচনের ফল ঘোষণা

চুয়াডাঙ্গার দুই ইউপি নির্বাচনের ফল ঘোষণা

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নবগঠিত নাটুদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। নতিপোতা ইউনিয়নে আজিজুল হক আজিজ ও নাটুদাহ ইউনিয়নে শফিকুল ইসলাম শফি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবু দাউদ জানান, নতিপোতা ইউনিয়নে আজিজুল হক আজিজ পাতা প্রতীক নিয়ে চার হাজার ৯৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রবিউল হাসান টেবিল ফ্যান প্রতীকে নির্বাচন করে ৪৪৭ ভোট পেয়েছেন।

অপরদিকে নবগঠিত নাটুদাহ ইউনিয়নে মো. শফিকুল ইসলাম চেয়ারম্যান পদে তালগাছ প্রতীকে তিন হাজার ৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইয়াচ নবী তরফদার অটোরিকশা প্রতীকে পেয়েছেন দুই হাজার ৫৩৮ ভোট।

আবু দাউদ আরো জানান, রবিবার অনুষ্ঠিত ভোটে নতিপোতা ইউনিয়নে ১৩ হাজার ৪৩৩ জন এবং নাটুদাহ ইউনিয়নে ১৩ হাজার ২১৬ জন ভোট দিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়