সরকার রাজাকারদের নতুন তালিকা করবে
ঢাকা: স্বাধীনতা বিরোধীদের পূর্ণ তলিকা সংরক্ষিত ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় থাকাকালে তালিকাটি সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
সরকার নতুন করে স্বাধীনতা বিরেোধী রাজাকারদের পূর্ণ তলিকা প্রস্তুত করবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময় যারা দেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। যারা দেশের মানুষকে হত্যা করেছে। মা-বোনের ইজ্জত হরণ করেছে। সেই সব রাজাকার-আলবদর-আল শামসদের এ জাতি কখনো ক্ষমা করবে না।”
মন্ত্রী বলেন, “বেগম খালেদা জিয়া জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মেরে তিনি ক্ষমতায় যেতে চান।”
‘ক্ষমতায় যেতে হলে মানুষকে ভালোবাসতে হয়’ এ মন্তব্য করে তিনি বলেন,“পৃথিবীর ইতিহাসে এভাবে মানুষ মেরে, দেশকে অস্থিতিশীল করে কেউ কোনো দিন ক্ষমতায় যেতে পারেনি, বেগম খালেদা জিয়াও পারবেন না।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক লায়ন সামসুল হুদা, আওয়ামী লীগ নেত্রী আরাফুনেছা মোশাররফ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাড. মমতাজউদ্দিন মেহেদী প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








