News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৭, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৫, ১৭ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচন শুয়োরের মাংসের মতো: কাদের সিদ্দিকী

সিটি নির্বাচন শুয়োরের মাংসের মতো: কাদের সিদ্দিকী

ঢাকা: সরকার এক টুকরো শুয়োরের মাংসের মতো সিটি নির্বাচন দিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। গণভবন থেকে প্রার্থী ঘোষণাকে সংবিধানের লঙ্ঘন বলেও অভিযোগ করেছেন তিনি।

শনিবার মতিঝিলের ফুটপাতে শান্তির দাবিতে চলমান নিরবিচ্ছিন্ন অবস্থান কর্মসূচির ৬০তম দিনপূর্তি উপলক্ষে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ তিনি বলেন, “বাংলাদেশে এখন বিচার নাই। একজন প্রধানমন্ত্রী গণভবন থেকে নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে পারেন না। কিন্তু এমন দিন আসতে পারে যেদিন সংবিধানের এমন লঙ্ঘনের দায়ে আপনার ফাঁসিও হতে পারে।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী  বলেন, “আপনার বাবা বঙ্গবন্ধু সারা জীবন সরকারি প্রভাবমুক্ত নির্বাচন চেয়েছেন। বিশ্বাস না করুন, আপনি আপনার বাবার (বঙ্গবন্ধু) আত্মজীবনী পড়ে দেখুন। আর আপনি গণভবনে ঢাকার গুণ্ডাদের নিয়ে খাওয়াচ্ছেন। সরকারি টাকা খরচ করছেন। এক দিন এর বিচারও হবে।”

সিটি নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “তাহলে এত মানুষ জীবন দিল কেন? সিটি নির্বাচন নাকি ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন প্রতিরোধ করার জন্য এত মানুষ জীবন দিল? শেখ হাসিনা আপনি কিছুই করতে পারবেন না। পুলিশ দিয়ে রাষ্ট্র চালানো যায় না। তাহলে আইয়ুব খান, এরশাদও এখন পর্যন্ত ক্ষমতায় থাকতো। সিটি নির্বাচন বাদ দেন। সিটি নির্বাচনেও আপনি হারবেন।"

মতবিনিময় সভায় বিশিষ্ট নাগরিকরা কাদের সিদ্দিকীকে শুধু মতিঝিলেই অবস্থান কর্মসূচি সীমাবদ্ধ না রেখে সারাদেশে এই শান্তির ডাক ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। এর জবাবে, ১ এপ্রিল বুধবার বিকেলে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানোর কথা বলেন।

সিটি নির্বাচন নিয়ে ‘শুয়োরের মাংসের মতো সিটি নির্বাচন এবং প্রধানমন্ত্রীর ফাঁসিও হতে পারে’ এমন মন্তব্য করা ঠিক হয়েছে কিনা জানতে চাইলে তিনি নিউজবাংলাদেশ.কমকে  বলেন, “আমি ঠিকই বলেছি।”

সভায় কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী,  প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, কবি আল মুজাহিদী, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর কমিটির সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ।

নিউজবাংলাদেশ.কমে/এমএ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়