News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৫, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৫, ১৭ জানুয়ারি ২০২০

মেয়র পদে মনোনয়নপত্র নিলেন সাকি

মেয়র পদে মনোনয়নপত্র নিলেন সাকি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটির রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিকেল পৌনে ৫ টায় তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় সংগঠনের নেতা আব্দুস সালাম, তাসলিমা আখতার, দেওয়ান আব্দুর রশীদ নীলু, ফিরোজ আহমেদ ও জুলহাসনাইন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা উত্তরে এ পর্যন্ত ২৮ জন ও দক্ষিণে ৩০ জন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, জাসদ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিতদের পাশাপাশি নির্দলীয় ব্যক্তিরা রয়েছেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দুই হাজার একশ’র বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়