News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৮, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৬, ১৭ জানুয়ারি ২০২০

৫ জানুয়ারির মতো নির্বাচন করবেন না: এমাজ উদ্দিন

৫ জানুয়ারির মতো নির্বাচন করবেন না: এমাজ উদ্দিন

ঢাকা: ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো সিটি করপোরেশনেও একতরফা নির্বাচন করলে জনগণ তা মেনে নিবে না বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা ও শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভায় তিনি এ হুশিয়ারি দেন।

তিনি বলেন, “৫ জানুয়ারির নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। যারা নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন তারা নিজের ভোটটিও দিতে পারে নাই। এ দেশের পাঁচকোটি মানুষ ভোট দিতে পারে নাই। সরকার ও নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে সিটি নির্বাচন একতরফা করে তা এদেশের জনগণ মেনে নিবে না।”

এমাজ উদ্দিন বলেন, “সিটি নির্বাচন সঠিক সুষ্ঠ ও গ্রহণযোগ্য করতে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। যাতে সকল প্রার্থী পরস্পরের সাথে কথা বলতে পারে। পচার প্রচারনা সকলে সমানভাবে করতে পারে। অন্যথায় সুষ্ঠ নির্বাচন হবে না।”

তিনি বলেন, “নাগরিক কমিটির পক্ষে নির্বাচন কমিশনের কাছে কিছু পরমর্শ দিয়ে এসেছি। এখন পযর্ন্ত সেসব বিষয়ে ইসি কোনো পদক্ষেপ নেয়নি। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন তালা বন্ধ করে রেখেছে সরকার। এ কার্যালয় খুলে দিতে হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় স্বাভাবিক হয়নি। এখনও পুলিশ বেষ্টিত করে রেখেছে।”

সাবেক এই ভিসি বলেন, “জিয়াউর রহমান নিজের জীবন বাজী রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। দেশ যদি স্বাধীন না হতো তাহলে তার জীবন চলে যেত। শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করেছিল। শুধু বাকশালই করে নাই গণতন্ত্রের সকল ভিত্তিকে ধ্বংস করেছিল। জিয়াউর রহমান সেই বাকশালকে বাদ দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল।”

আবুল হাসেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী।

নিউজবাংলাদেশ.কম/আরআরে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়