News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০০, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৪৬, ১৭ জানুয়ারি ২০২০

সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে: রুহুল আমিন

সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে: রুহুল আমিন

ঢাকা: পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেছেন, বর্তমান সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং সেই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে। আমরা পেশাজীবীরা সেই অধিকার পুনঃরুদ্ধারের জন্য আন্দোলন করে যাচ্ছি। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েসন অব বাংলাদেশের (ড্যাব) আয়োজনে গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার এবং গুম, খুনের প্রতিবাদে অনুষ্ঠিত  মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল আমিন গাজী বলেন, “গুম-খুন, বিচার বর্হিভূত হত্যাকে এই সরকার স্বাভাবিক হত্যায় পরিণত হরেছে। বিরোধী জোটের আন্দোলনকে দমানেরা জন্য সরকার নির্যাতন করছে। এই নির্যাতন করে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না।”

মানববন্ধনে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের অন্যায় আদেশ না মানতেও অনুরোধ জানান।

ড্যাব সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ প্রকৌশলী হারুণ অর রশিদ, ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।
 
নিউজবাংলাদেশ/টিএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়