News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪১, ২ সেপ্টেম্বর ২০২৫

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে: গয়েশ্বর

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে: গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অভিযোগ,  ‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে।  

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর পূর্ব মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে অংশ নেন তিনি।  উদ্বোধনের পর বিএনপির এ নেতা কথা বলার সময় এই অভিযোগ করেন।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে। ভোট ও গণতন্ত্রবিরোধী শক্তিকে উচিত জবাব দেয়ার জন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এ নেতা।

আরও পড়ুন: নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বিএনপি সরকারে নেই উল্লেখ করে গয়েশ্বর আরও বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিভিন্ন পক্ষের যৌক্তিক দাবি পূরণ করবে বিএনপি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়