প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপির বৈঠক রবিবার
ফাইল ছবি
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিংয়ে তার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
তিনি বলেন, “আগামীকাল কিছু রাজনৈতিক দলের সাথে চিফ অ্যাডভাইজার বসবেন। ৩টার সময় বিএনপির সাথে এবং বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে; সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে।”
আরও পড়ুন: চাঁদাবাজি বন্ধ করতে হবে মন্ত্রী পর্যায় থেকে: শওকত আজিজ রাসেল
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে শফিকুল বলেন, বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








