জ্ঞান ফিরলেও আশঙ্কামুক্ত নন নুর: ড.জাহিদ
নুরুল হক নুর। ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢামেকের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ রায়হান।
শনিবার (৩০ আগস্ট) নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এদিকে নুরের চিকিৎসায় ঢামেক হাসপাতালে ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ বোর্ডের সদস্যরা চিকিৎসার অগ্রগতি ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন। তবে চিকিৎসকদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও রেকর্ড, মন্ত্রণালয়ের প্রতিবাদ
নুরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে, ফলে তিনি চোখ খুলতে পারছেন না। হামলাকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।
অন্যদিকে, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ অভিযোগ করেন, গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বহিরাগতরাও হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, এই ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জড়িত থাকতে পারে এবং তাদের খুঁজে বের করতে হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








