খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ
ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ।
মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরার পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, “আওয়ামী লীগের আমলে খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা হয়েছে। সময়মতো যথাযথ চিকিৎসা হলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হতে পারত।”
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। প্রায় সাড়ে তিন ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় ফেরেন।
আরও পড়ুন: নির্বাচনের রোডম্যাপে বিএনপি খুশি: ফখরুল
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








