News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৯, ৩০ জুলাই ২০২৫
আপডেট: ১৪:২৬, ৩০ জুলাই ২০২৫

মানবতাবিরোধী অপরাধে দণ্ড পাওয়া আ.লীগ নেতা মোবারক খালাস

মানবতাবিরোধী অপরাধে দণ্ড পাওয়া আ.লীগ নেতা মোবারক খালাস

ফাইল ছবি

স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় দেন।

২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন। অভিযোগ ছিল, ১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিনি রাজাকার বাহিনীর সদস্য হিসেবে হত্যা ও নির্যাতনে অংশ নিয়েছিলেন। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি ট্রাইব্যুনালে প্রমাণিত হয়—একটিতে মৃত্যুদণ্ড, অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

চলতি বছরের ৮ জুলাই থেকে শুরু হওয়া আপিল শুনানি শেষে আদালত মত দেয়, অভিযোগগুলো যথেষ্টভাবে প্রমাণিত হয়নি। ফলে তাকে খালাস দেওয়া হয়।

আরও পড়ুন: ৫ আগস্ট দুপুরে বুঝতে পারি, হাসিনার পতন হবে: চাঞ্চল্যকর স্বীকারোক্তি মামুনের

রায় ঘোষণার সময় মোবারকের পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

উল্লেখ্য, মোবারক হোসেন একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন। তিনি আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়