সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭ জনের

ছবি: সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল আহমদ হত্যা মামলায় ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১৭ জনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৩১ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। একজন এখনো পলাতক রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১ মে চাউলধনী হাওরে রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে দশম শ্রেণির ছাত্র সুমেল আহমদের স্বজনদের সঙ্গে স্থানীয় সাইফুল ও তার সহযোগীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে সাইফুলের নেতৃত্বে হামলা চালানো হলে গুলিবিদ্ধ হয়ে সুমেল মারা যায়।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধে দণ্ড পাওয়া আ.লীগ নেতা মোবারক খালাস
পরে নিহতের চাচা বাদী হয়ে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৩২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। ২৩ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি