শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু রবিবার

শেখ হাসিনা। ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রবিবার (৩ আগস্ট) প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
শনিবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি জানান, “আদালতের অনুমতি সাপেক্ষে বিটিভিতে মামলার সূচনা বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে। একই দিনে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণও শুরু হবে।”
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ মামলার আসামির তালিকায় রয়েছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে মামুন বর্তমানে রাজসাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছেন।
আরও পড়ুন: হাসিনা-কাদেরসহ ২২১ জনকে অভিযুক্ত করে পুলিশের চার্জশিট
এর আগে গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেয়। মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১,৪০০ জন ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা, হত্যার উসকানি, নির্দেশ ও প্ররোচনার মতো অপরাধ সংঘটিত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি