গাজার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযান দখলে নিল ইসরায়েল
ম্যারিনেট জাহাজ। সংগৃহীত ছবি
গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযান দ্য ম্যারিনেট দখল করেছে ইসরায়েলি বাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানটি
শুক্রবার (৩ অক্টোবর) সকালে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি সেনারা নিয়ন্ত্রণে নেয়।
সংবাদমাধ্যম আল জাজিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফ্লোটিলা আয়োজকদের লাইভ ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ইসরায়েলি সেনা নৌযানটিতে উঠে ছয়জন অধিকারকর্মীকে ঘিরে ফেলেন।
আল জাজিরা জানিয়েছে, গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা ফ্লোটিলার মোট ৪৪টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে প্রায় ৫০০ অধিকারকর্মীকে। বৃহস্পতিবার আটক করা হয়েছিল ৪৩টি নৌযান, আর শুক্রবার সকাল পর্যন্ত মূল বহরের একমাত্র সক্রিয় নৌযান ছিল দ্য ম্যারিনেট।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের ‘৩ হাজার বছরের সংঘাত’ শেষ করার প্রতিশ্রুতি ট্রাম্পের
শুক্রবার ভোরে নৌযানটি গাজার উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ছিল। এর আগেই ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কবার্তায় জানিয়েছিল, যুদ্ধক্ষেত্রে প্রবেশের বা অবরোধ ভাঙার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








