News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৭, ২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:১৭, ২ অক্টোবর ২০২৫

গাজামুখী ফ্লোটিলায় ইসরায়েলি হামলার নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

গাজামুখী ফ্লোটিলায় ইসরায়েলি হামলার নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা এবং ২৩ জন মালয়েশীয় নাগরিকসহ বেশ কয়েকটি জাহাজ আটক হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি এই নিন্দা প্রকাশ করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিজার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক পোস্টে আনওয়ার ইব্রাহিম লিখেছেন, ইসরায়েল নিরস্ত্র বেসামরিক নাগরিক এবং গাজার জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তা বহনকারী জাহাজগুলোতে বাধা দিয়েছে।

তিনি আরও বলেন, “একটি মানবিক মিশনকে বাধা দিয়ে ইসরায়েল কেবল ফিলিস্তিনি জনগণের অধিকারই না, বরং বিশ্বের বিবেকের প্রতিও চরম অবজ্ঞা প্রদর্শন করেছে।”

আনওয়ার ইব্রাহিম ফ্লোটিলাকে সংহতি, সহানুভূতি এবং অবরুদ্ধ মানুষদের জন্য আশার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, যতদিন ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক অধিকার এবং আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত থাকবে, মালয়েশিয়া তাদের পাশে থাকবে।

আরও পড়ুন: গাজামুখী ফ্লোটিলা থেকে আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল

তিনি আরও যোগ করেছেন, “ফিলিস্তিনে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা অবিচার এবং বঞ্চনার অবসান দাবি করে আমরা কখনো পিছপা হবো না।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়