News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৪, ২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:১৪, ২ অক্টোবর ২০২৫

গাজামুখী ফ্লোটিলা থেকে আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল

গাজামুখী ফ্লোটিলা থেকে আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকামুখী বৈশ্বিক ত্রাণ নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। 

বৃহস্পতিবার (২ অক্টোবর)দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় ৪৫টি জাহাজ নিয়ে গঠিত এই নৌবহর গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। তাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। নৌবহরের অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের ওপর আরোপিত গাজা অবরোধ ভাঙা।

জাতিসংঘ জানিয়েছে, গাজা উপত্যকায় ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে।

বুধবার থেকে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার বহরে থাকা নৌযান আটক করতে শুরু করে। সামরিক বাহিনী সতর্ক করে জানিয়েছে, এসব নৌযান অবরোধাধীন জলসীমায় প্রবেশ করতে পারবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইতোমধ্যে অন্তত ৩৯টি নৌযান আটক করা হয়েছে, যার মধ্যে গ্রেটা থুনবার্গের জাহাজও রয়েছে। ফ্লোটিলার ট্র্যাকিং সিস্টেম অনুযায়ী, ৪৫টির মধ্যে ৩০টিরও বেশি নৌযান আটক বা আটক করার চেষ্টা চলছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, আটক মানবাধিকার কর্মীদের নিরাপদে ইসরায়েলে নেওয়া হচ্ছে এবং ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যাত্রীরা সুস্থ ও নিরাপদ আছেন। ইসরায়েল থুনবার্গসহ অন্যান্য কর্মীদের ছবি প্রকাশ করেছে।

ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক জানিয়েছেন, যেসব জাহাজ এখনও আটক হয়নি, সেগুলো গাজার দিকে যাত্রা চালিয়ে যাবে। তিনি বলেন, “তারা দৃঢ়সংকল্পবদ্ধ, ব্যাপক অনুপ্রাণিত এবং অবরোধ ভাঙার জন্য সবকিছু করছে।”

আরও পড়ুন: ইসরায়েলের সব কূটনীতিককে বহিষ্কার করল কলম্বিয়া

আয়োজকরা নৌযান আটকের ঘটনাকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন। তাদের দাবি, আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের সময় ইসরায়েলি বাহিনী নৌযান আটক করেছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। নৌযান আটকের পর কয়েকটি জাহাজের লাইভ সম্প্রচার বন্ধ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক কর্মীদের একটি বন্দরে রাখা হচ্ছে। এছাড়া ২২ বছর বয়সী থুনবার্গের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার ফুটেজ প্রকাশ করে বলা হয়েছে, গ্রেটা ও তার সঙ্গীরা নিরাপদ ও সুস্থ আছেন। সূত্র: এএফপি

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়