আফগানিস্তানে টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে তালেবান সরকার
ছবি: সংগৃহীত
ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার কয়েক সপ্তাহ পর এবার আফগানিস্তানজুড়ে টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে তালেবান সরকার।
ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে, দেশটি বর্তমানে ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে রয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের অফিসগুলোর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সারা দেশে মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভি সেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
তালেবান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কারণ জানায়নি। তবে এক কর্মকর্তা জানিয়েছেন, টেলিযোগাযোগ সেবা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।
আরও পড়ুন: যুদ্ধবিরতির পর গাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প
দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন, টেলিযোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দেশজুড়ে এক ধরনের নীরবতা নেমে এসেছে। এ অবস্থা চলতে থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের আঘাত আসতে পারে।
উল্লেখ্য, ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকেই তালেবান সরকার আফগানিস্তানে একের পর এক সামাজিক ও রাজনৈতিক বিধিনিষেধ আরোপ করে আসছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








