News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না: ট্রাম্প

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি জানিয়েছেন, গাজা নিয়েও শিগগিরই সমঝোতা হতে পারে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগের দিন বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন,“আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না। এটা কোনোভাবেই ঘটবে না। গাজা নিয়ে সমঝোতাও প্রায় কাছাকাছি।”

গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরে দখলদারিত্বের অবসান ঘটাতে ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপ বাড়ছে। পশ্চিমা দেশগুলো একের পর এক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট পশ্চিম তীর দখলকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে।

যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একে নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য বলেছেন।

ট্রাম্প জানান, নেতানিয়াহুসহ মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা গাজা নিয়ে সমঝোতার খুব কাছাকাছি চলে এসেছি, হয়তো শান্তিও হতে পারে।”

আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

অন্যদিকে জাতিসংঘে ভিডিও ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফরাসি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বনেতাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান। সম্প্রতি কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এরপর ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গসহ আরও কয়েকটি দেশ একই ঘোষণা দেয়।

আরও পড়ুন: ভারতে জেন-জি বিক্ষোভ, বিজেপির কার্যালয়ে আগুন

তবে যুক্তরাষ্ট্র এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে রাজি নয়। ওয়াশিংটনের মতে, এটি হামাসের জন্য পুরস্কার হবে। এ বিষয়ে আব্বাস বলেন, “ফিলিস্তিনের শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নেবে ফিলিস্তিন রাষ্ট্র এবং এটি পশ্চিম তীরের সঙ্গে সংযুক্ত হবে।”

গত মঙ্গলবার জাতিসংঘে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে উপস্থিত আরব নেতারা সতর্ক করেন, পশ্চিম তীর দখল করলে ইসরায়েলকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে।

বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, “মার্কিন প্রেসিডেন্ট পশ্চিম তীর দখলের ঝুঁকি ও বিপদ খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়