News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৬, ১২ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬৪ হাজার ৭০০ ছাড়াল

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬৪ হাজার ৭০০ ছাড়াল

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। এর পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় ক্ষুধায় আরও ৭ জন মারা গেছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আল জাজিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭১৮ জনে। এর মধ্যে গত একদিনে হাসপাতালে পৌঁছেছে ৭২ জনের মরদেহ, আহত হয়েছেন আরও ৩৫৬ জন। ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৫৯ জনে। অনেক নিহত এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

এদিকে গত ২৪ ঘণ্টায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৯ ফিলিস্তিনি নিহত ও অন্তত ৮৭ জন আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৫ জনে, আহত হয়েছেন অন্তত ১৭ হাজার ৯৪৮ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে দুর্ভিক্ষ ও অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন ৪১১ জন, যাদের মধ্যে ১৪২ জন শিশু। শুধু জাতিসংঘ সমর্থিত আইপিসি গাজাকে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ অঞ্চল ঘোষণা করার পর থেকে মারা গেছেন ১৩৩ জন, এর মধ্যে ২৭ জন শিশু।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৭২

২০২৩ সালের মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ায় প্রায় ২৪ লাখ মানুষের এই জনপদ মারাত্মক খাদ্য সংকটে পড়েছে। এর মধ্যে ১৮ মার্চ থেকে নতুন করে চালানো হামলায় এখন পর্যন্ত আরও ১২ হাজার ১৭০ জন নিহত এবং ৫১ হাজার ৮১৮ জন আহত হয়েছেন। এর মধ্য দিয়ে জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যত ভেঙে যায়।

এর আগে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়